Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়,বড়াইগ্রাম,নাটোর এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম।      আমাদের ফেসবুকপেইজে সংযুক্ত হতে (ক্লিক করুন)


শিরোনাম
মৃত ভোক্তার পরিবর্তে নতুন ভোক্তা অর্ন্তভূক্ত প্রসঙ্গে।
বিস্তারিত

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

১। খাদ্যবান্ধব ডাটাবেজ প্রণয়ণে অনুমোদিত ভোক্তার মধ্যে যে সকল ভোক্তা ইতোমধ্যে মারা গেছেন সে সকল মৃত ভোক্তার তথ্য হালনাগাদের জন্য সফটওয়্যার সব সময়ই উম্ন্মুক্ত রয়েছে। 

২।আগামী মে-জুন ২০২৪ মাসে যে সকল ভোক্তা মারা গেছেন  এবং যে সকল উপজেলায় এখনও ১০০% ভোক্তা অনুমোদন হয়নি সে সকল উপজেলার ঐ সংখ্যক ভোক্তার পরিবর্তে নতুন ভোক্তা অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়া হবে। প্রতি বছর একবার এ ধরনের সুযোগ দেয়া হবে।

৩। সেই লক্ষ্যে প্রকৃত অবশিষ্ট ভোক্তার সংখ্যা নির্ধারণের জন্য যে  সকল উপজেলা হতে এখনও অনলাইন সফটওয়্যারে মৃত ভোক্তার তথ্য হালনাগাদ করা হয়নি সে সকল উপজেলায় আগামী ৩০ এপ্রিল ২০২৪ রাত ১১:৫০ মিনিটের মধ্যে মৃত ভোক্তার তথ্য হালনাগাদ ও আপলোড সম্পন্ন করতে হবে। 

৪। নতুন আপলোডযোগ্য ভোক্তার সংখ্যা নির্ণয়ের জন্য বিষয়টি অতিব গুরুত্বপুর্ণ। 

৫। ৩০ এপ্রিল ২০২৪ তারিখের তথ্যের ভিত্তিতে ১লা মে ২০২৪ তারিখে  আপলোডযোগ্য অবশিষ্ট ভোক্তার সংখ্যা নির্ধারন করা হবে। 

৬। ১লা মে ২০২৪ তারিখে  আপলোডযোগ্য অবশিষ্ট ভোক্তার সংখ্যা নির্ধারণের উপর ভিত্তি করে উপজেলা-ইউনিয়ন ওয়ারী অবশিষ্ট ভোক্তার সংখ্যা আপলোড করার সুযোগ দেয়া হবে।

৭।প্রতি বছর শুধুমাত্র একবার এ ধরনের সুযোগ দেয়া হবে।

বিষয়টি অতিব গুরুত্বপুর্ণ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
23/04/2024
আর্কাইভ তারিখ
30/04/2024